রাতভর বৃষ্টিতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

0
381

অনলাইন ডেস্কঃ

রাঙ্গামাটিতে রোববার সকাল থেকে অল্প বৃষ্টি হলেও বিকেল ও রাতের টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন। ভারী বর্ষণের ফলে পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে রাতে ভারী বর্ষণে শহরের চম্পকনগর, শিমুলতলি, ভেদভেদি ও কলেজ গেট এলাকায় পাহাড় ধসে পড়েছে। অপরদিকে ঘাগড়ার শালবন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তায় পড়লে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়াও বিভিন্ন স্থানে পাহাড়ধসের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি।

ভারি বর্ষণের কারণে দুপুরের পর থেকে শহরে বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলন, আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদার আলম জানান, ফায়ার সার্ভিসের সকল উদ্ধারকারী সরঞ্জাম মজুদ আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জনবলও প্রস্তুত রয়েছে।