ইনজুরির কারণে এবারের মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা রেইনার

0
125
ইনজুরির কারণে এবারের মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা রেইনার

টাইমস স্পোর্টস: পেশীর ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামা হচ্ছেনা বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার গিওভান্নি রেইনার। বুন্দেসলিগা ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের এ্যাটাকিং এই মিডফিল্ডার শুক্রবার লিগের ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে মাত্র দুই মিনিট মাঠে ছিলেন। তার পরিবর্তে মাঠে নামা জুলিয়ান ব্র্যান্টেটের দুই গোলেই ডর্টমুন্ডের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক ম্যাটস হামেলসও একই ম্যাচে পেশীর ইনজুরিতে পড়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। ১৯ বছর বয়সী রেইনা ইনজুরির কারণে এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ডর্টমুন্ডের হয়ে মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড লিগের পরবর্তী ম্যাচে শনিবার উল্ফসবার্গকে আতিথ্য দিবে। এরপর নয় পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে যাবে।