ইউপি নির্বাচনে বটিয়াঘাটায় আ’লীগের টিকিট পেতে দৌড়ঝাপ

0
134

বটিয়াঘাটা প্রতিনিধি:
প্রথম ধাপে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর, বালিয়াডাঙ্গা ও আমিরপুর আ’লীগ দলীয় প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ ও ওয়ার্ড সভাপতি/সম্পাদক সমন্বয় মিটিংয়ের মাধ্যমে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানাগেছে, গঙ্গারামপুর ইউনিয়ন থেকে ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা শেখ হাদী উজ্জামান হাদি, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তুলশী দাশ বৈরাগী এবং আ’লীগ নেতা ইউপি সদস্য মোশাররফ হোসেনের পাঠানো হয়েছে। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় ইউনিয়ন কমিটি ৬ জনের নাম জেলায় পাঠিয়েছে। তারা হলেন আছাফুর রহমান আছাপ, বর্তমান চেয়ারম্যান গোলাম হাচান, বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, বর্তমান ইউপি সদস্য শেখ শাহাজান, আ’লীগ নেতা মনোয়ারুল ইসলাম, আ’লীগ নেতা মশিবর রহমান। আমিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এপর্যন্ত বিভিন্ন সুত্র থেকে পাওয়া তথ্য মতে আ’লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিলন এর একটা মাত্র নামের তালিকা জেলা আ’লীগ দপ্তরে পাঠানো হয়েছে। অপর দিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা হুজ্জাত হোসেন শেখ জানান, তারা এ সংবাদ জানতে পেরে জেলা আ’লীগ সভাপতিসহ অনান্য নেতৃবৃন্দের কাছে মনোনয়নের দাবী জানিয়ে আবেদন করেন। হুজ্জাত হোসেন আরও জানান, তারা জানতে পেরেছেন জেলা কমিটি মনোনয়ন তালিকায় মিলনসহ হুজ্জাত হোসেন, ফেরদৌস মল্লিক ও পার্থ সারথি দত্তর নাম জেলা কমিটি কেন্দ্রীয় দপ্তরে প্রেরন করেছেন। আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অনুষ্টিত হবে। তবে কারা হচ্ছে নৌকার মাঝি? নির্বাচন যতই ঘনিয়ে আসছে বটিয়াঘাটার ৩ ইউনিয়নে ততই নতুন নতুন মেরু করণ ঘটতে যাচ্ছে। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান, মনোনয়ন দৌড়ঝাঁপে এগিয়ে আছে মিলন গোলদার, আছাফুর রহমান, হাদী উজ্জামান, মোশাররফ হোসেন, হুজ্জাত, জাহাঙ্গীর ও মশিবর রহমান। এব্যাপারে বটিয়াঘাটা উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সঙ্গে আলাপ কালে তিনি বলেন, মনোনয়নের ব্যাপারে ইউনিয়ন কমিটি যে তালিকা উপজেলায় পাঠিয়েছে তিনি সেই তালিকাই জেলা কমিটির কাছে প্রেরণ করেছেন। তিনি এ ব্যাপারে কারো জন্য কোন ধরনের সুপারিশ তারা করেনি।