ইউনুস খান এবার কোচ

0
443

অনলাইন ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ব্যাটসম্যান ইউনিস খান।  খেলোয়াড়ি জীবন শেষে এবার তিনি নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন।  ইউনুস খানকে দেখা যাবে কোচিং পেশায়। তবে প্রতিষ্ঠিত কোনো দলের জন্য নয়, জাপান ক্রিকেট দলকে শেখানোর প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।

পাকিস্তানি বংশোদ্ভূত জাপানিজ এক ব্যবসায়ীর মাধ্যমে এই প্রস্তাব পান ইউনুস। আবিদ হোসাইন নামের ওই ব্যবসায়ী জানান, জাপানের খেলোয়াড়দের কোচিং করাতে প্রস্তাব দেওয়ার পর কিছুদিন সময় চান ইউনুস পাশাপাশি তার মনোভাব ইতিবাচক ছিল।

পাকিস্তানি এই ব্যবসায়ী তার প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইউনুস খানকে জাপানের টোকিও, হিরোশিমা এবং নাগোয়ায় কোচিং ক্যাম্পে কাজ করার প্রস্তাব দেই আমি। আন্তর্জাতিক কোনো দল না থাকলেও ওখানে (জাপান) ক্রিকেট খেলা বেশ জনপ্রিয়। তিনি প্রস্তাবটির ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এবং তার মনোভাব ইতিবাচক ছিল।’

উল্লেখ্য, আবিদ হোসেনের জন্ম পাকিস্তানের ফয়সালাবাদে। দীর্ঘদিন ধরেই জাপানে বসবাস তার। তাই জাপানের ক্রিকেট নিয়ে কাজ করার আগ্রহ থেকেই ইউনিসকে এই প্রস্তাব দেওয়া।