আশাশুনির বুধহাটায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

0
531

মইনুল ইসলাম:
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাত ৯টার দিকে বুধহাটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে বুধহাটা টু সাতক্ষীরা সড়কের পূর্ব পাশে অবস্থিত বুধহাটা গ্রামের মৃত গফ্ফার মেম্বারের পুত্র মাহাবুবর রহমার রঞ্জুর বিসমিল্লাহ হার্ডওয়ারে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা এতই শক্তিশালী ছিলো যে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী বুধহাটা গ্রামের মনিরুজ্জামান মনির ছাহিম ইলেকট্রনিক্স, কুলতিয়া গ্রামের বিচিত্র ঘোষের বিচিত্রা ইলেক্ট্রনিক্স ও কুল্যা গ্রামের রাজাউল্লাহ রাজার রাজা ভ্যারইটিস স্টোরে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। আগুন লাগার ৪৫ মিনিট পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থানে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই রাজা স্টোর, বিচিত্রা ইলেক্ট্রনিক্স, ফাহিম ইলেকট্রনিক্সের আংশিক ক্ষতিগ্রস্থ হলেও বিস্মিল্লাহ হার্ডওয়ার পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিস ঘটনা স্থানে পৌঁছানোর আগে ওমর হোটের মালিক নিজস্ব জেনারেটর চালু করে মটরের মাধ্যমে এবং স্থানীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ঘন্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, এ ঘটনায় তাদের প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানা না গেলেও ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আরিফ রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ মঙ্গলবার রাতেই ঘটনা স্থান পরিদর্শন করেন।