আশাশুনির বুধহাটায় ১৪৫ ধারা অমান্য করে ঘর নির্মান!

0
165

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মান কাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত ইমান আলি গাজীর পুত্র মিজানুর রহমান ১৭/০৮/২০, ০১/১১/২০ ও ২২/১১/২০ তারিখে ১৭৬৬, ২৬৭১ ও ২৯৬৪ নং কোবালা দলিলের মাধ্যমে বুধহাটা মৌজায় ৪৮৫,৪৮৬ ও ২০২ খতিয়ানে সাবেক ১৩০৫, ১৫৮৮ দাগে, বর্তমানে জিআর ৬৭৪ খতিয়ানে হাল ২৭০৪, ২৭০৫, ২৭০৬, ২৭০৭ ও ২৭১০ দাগে মোট ৬৩ শতক জমির মধ্যে ২০ শতক জমি [টিনের পাকা বাড়ি ও দুই তলা ভবন (পরিত্যাক্ত) সহ] খরিদ করে দখল গ্রহন করেন। প্রতিপক্ষ এরশাদ আলীর পুত্র সাইফুল্লাহ (সুমন) অবৈধ দখল নিয়ে সম্পত্তিতে পাকা ঘর নির্মান করতে গেলে তার বিরুদ্ধে পি-১০৮৫/২০ (আশাঃ) ধারা- ১৪৫ ফৌঃকাঃবিঃ মামলা (বিজ্ঞ আদালতের স্মারক নং- ১৮৮৩/(ফৌঃ) দায়ের করেন মিজানুর। আদালতের নির্দেশ মোতাবেক আশাশুনি থানার এএসআই কায়ছারুল ইসলাম সম্পত্তি সংক্রান্তে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ১০/০১/২১ তারিখ নোটিশ প্রেরণ করেন। এবং উপজেলা ভূমিম অফিসের সার্ভেয়ার অমল কান্তি ঘোষ তদন্তের জন্য নোটিশ জারি করেন। কিন্তু ২য় পক্ষ সাইফুল্লাহ সুমন আদালতের নির্দেশ অমান্য করে জমিতে অবৈধ প্রবেশ করে ঘর নির্মান কাজ পুনরায় শুরু করেন। বাধ্য হয়ে মিজানুর থানাকে বিষয়টি অবহিত করেন এবং প্রতিকার প্রার্থনা করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাকক্ষীরায় পৃথক আবেদন করেছেন। আইন আদালত অমান্যকারীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বিজ্ঞ আদালত ও আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।