আশাশুনিতে শিক্ষককে মারপিট করে টাকা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

0
255

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার মুরারিকাটি গ্রামে ঘের কেন্দ্রিক দ্বন্দ্বের জের ধরে এক স্কুল শিক্ষককে মারপিট করে নগদ টাকা ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এব্যাপারে শিক্ষক সুনীল কুমার মন্ডল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, মুরারীকাটি গ্রামের সুধীর কৃষ্ণ মন্ডলের ছেলে সুনীল কুমার মন্ডল ও তার বড় ভাই এবং একই গ্রামের মৃত জগদীশ মন্ডলের ছেলে সরজিতের সাথে যৌথভাবে সাড়ে ১৪ বিঘা জমিতে মৎস্য চাষ করতেন। সার্বিক দায়িত্বে থাকা সরজিত আয় ব্যয়ের সঠিক হিসাব না দেওয়ায় শালিসী বৈঠক হলে বিবাদীকে ২৮ হাজার টাকা শিক্ষককে দিতে সিদ্ধান্ত দেওয়া হয়। টাকা পরিশোধ করলেও পুনরায় হিসাব ঠিক হয়নি দাবী করে গোলযোগের চেষ্টা করতে থাকেন। এরই জেরধরে ১০ ফেব্রুয়ারি পথিমধ্যে শিক্ষককে আটকে বেদম মারপিট করে মটর সাইকেল ও টাকার ব্যাগ (৫০ হাজার টাকা ছিল) ছিনিয়ে নেয়। পরে তাদের বাড়ির সামনে পৌছলে পুনরায় মারপিট করে। তার চিৎকারে স্বাক্ষীরা এগিয়ে গেলে ভয়ভীতি ও হুমকী দিয়ে ছেড়ে দেয়। অভিযুক্ত সরজিতের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যার চেষ্টা মামলা (নং ৫, তাং ১০/০৭/১১, জিআর ১৩১/১১) রয়েছে। এব্যাপারে থানায় বসাবসির পর মটর সাইকেল ফেরৎ দিলেও ৫০ হাজার টাকা এখনো দেয়নি। শিক্ষক আ্ইন প্রয়োগাকরী সংস্থাসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।