আশাশুনিতে মুজিব বর্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
438

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনিতে মুজিব বর্ষ-২০১৯ উপলক্ষে সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে “বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো” স্লোগানকে সামনে রেখে আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় সরকার সাতক্ষীরা’র উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ প্রমুখ। কুইজ প্রতিযোগীতায় কলেজ পর্যায়ে আশাশুনি সরকারি কলেজ ১ম স্থান ও আশাশুনি মহিলা কলেজ ২য় স্থান অধিকার করে। এছাড়া স্কুল পর্যায়ে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ১ম স্থান, বদরতলা মাধ্যমিক বিদ্যালয় ২য় স্থান ও খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রাজিবুল হাসানের পরিচালায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।