অস্কার থেকে বাদ পড়ল বাংলাদেশের ছবি ‘আলফা’

0
281

খুলনাটাইমস বিনোদন : বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশের ছবি ‘আলফা’। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সোমবার সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের তালিকা ঘোষণা করেছে। এতে নেই বাংলাদেশ থেকে পাঠানো নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’। অস্কারের প্রচারণা বিভাগ থেকে ই-মেইলে এ তথ্য জানানো হয়। ৯২তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে জমা নেওয়া হয় ৯১টি দেশের চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ‘আলফা’। ‘আলফা’র মূল চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির। এ ছাড়া আছেন দোয়েল ম্যাশ, এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নুর ইমরান, ভাস্কর রাসা প্রমুখ। ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নাসির উদ্দীন ইউসুফ। সম্পাদনায় ক্যাথরিন মাসুদ। তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে ঘিরে এর গল্প।