অযান্ত্রিক বাহনের নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পেয়েছে ডিএসসিসি

0
214

টাইমস ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চলাচলকারী সকলপ্রকার অযান্ত্রিক বাহন যেমন রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি, ঘোড়ারগাড়ি, টালিগাড়িকে নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পেয়েছে সংস্থাটি। গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল। তবে সময়সীমা বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, এই কার্যক্রম শুরু হওয়ার প্রথম ১০ দিনে সংগৃহীত আবেদন পত্রের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ২৪৮টি। আমাদের এই কার্যক্রমে তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। আরিফুল হক আরও বলেন, এরই ধারাবাহিকতায় আমাদের কাছে রিকশা মালিকদের বেশ কয়েকটি সংগঠন ও রিকশাচালকরা নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন। সেই প্রেক্ষিতে আবেদনপত্র সংগ্রহের সময়সীমা ৩ দিন বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। একই সঙ্গে সেসব আবেদন জমাদানের সময়সীমা ৪ দিন বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। গত ১৩ সেপ্টেম্বর নগর ভবন প্রাঙ্গণে ডিএসসিসি এলাকায় অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি মেয়র নিবন্ধন ছাড়া আর কোনো অযান্ত্রিক যানবাহনকে ঢাকা শহরে চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘এই নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে ধীরগতির যানবাহনগুলো যেমন নিবন্ধনের আওতায় আসবে তেমনই নিয়মের আওতায়ও আসবে’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ধীরগতির যানবাহন ও এর চালকদের নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসেই কোনো নাগরিক যেন রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি বা ধীরগতির কোনো যানবাহন চালাতে না পারেন তাই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে নিবন্ধনহীন অযান্ত্রিক যানবাহন বা রিকশা চলাচল নিয়ন্ত্রণে আসবে। শহরের আয়তন ও চাহিদা অনুসারে কোথায় কোথায় কী পরিমাণ ধীরগতির যানবাহন রাখা প্রয়োজন তাও নির্ধারণ করবে ডিএসসিসি। পরবর্তীতে এলাকাভিত্তিক রিকশা চলাচলের জন্য নির্ধারণ করা হবে। প্রয়োজনের অতিরিক্ত যানবাহন রাখা হবে না এমন পরিকল্পনাও বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।