অপরাধ দমনে কেএমপি’র মনিটরিং সেলের সভা

0
43

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টার সময় কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন মামলা, মাদক মামলা ও অস্ত্র মামলার তদারকি, বিজ্ঞ আদালতে শতভাগ সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ এবং জঙ্গি সংক্রান্ত বিচারাধীন মামলার বিচারকার্য ত্বরান্বিত ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়।


উক্ত মনিটরিং সেলের সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) সকল জোনাল এসি, অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং মামলার তদন্তকারী অফিসারদেরকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত করে দ্রুত পুলিশ রিপোর্ট দাখিল করাসহ দীর্ঘদিন যাবৎ মুলতবীকৃত মামলাসমূহের নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিক—নির্দেশনা প্রদান করেন।
উক্ত মনিটরিং সেলের সভায় কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) মোঃ নাসিম এ—গুলশান; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ আবু নাসের আল—আমিন এবং সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ আবুল বাশার—সহ পুলিশ পরিদর্শক তদন্তবৃন্দ এবং মামলা তদন্তকারী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।