অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট ডেকে পরে প্রত্যাহার

0
336

খুলনাটাইমস নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছিল দেশের সব নৌপথ। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গতকাল বুধবার প্রথম প্রহর থেকে এই ধর্মঘটের কারণে সারা দেশে লাইটার জাহাজ (ছোট আকারের পণ্যবাহী জাহাজ) চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে মাদার ভেসেল (বড় আকারের জাহাজ) থেকে পণ্য খালাসও বন্ধ হয়ে যায়। মধ্যরাতের পর থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়েন রাজধানীসহ দক্ষিণ জনপদের বিভিন্ন জেলার নৌপথের যাত্রীরা। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, মধ্যরাত থেকে আমরা কর্মবিরতি শুরু করছি। দেশের যেখানে যে নৌযান আছে (নদীতে বা সাগরে) সেটাকে সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। ফেডারেশনের ১১ দফা দাবির মধ্যে মালিকপক্ষের কাছে সাত দফা এবং সরকারের কাছে চার দফা। মালিকপক্ষের কাছে তাদের দাবির মধ্যে নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া, সার্ভিস বুক দেওয়া, মৃত্যুকালীন ভাতা দেওয়া, সি ও ফুড অ্যালাউন্স চালু এবং সামাজিক নিরাপত্তা বিধানের দাবি রয়েছে। আর সরকারের কাছে তাদের চার দফা দাবির মধ্যে নিয়মিত ড্রেজিং, নৌপথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা, নৌ পরিবহন অধিদপ্তরের হয়রানি ও দুর্নীতি বন্ধ করার দাবি রয়েছে। পরে সাধারণ যাত্রী পরিবহনে নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয় বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে গতকাল বুধবার এক সভায় বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি আরো জানান, যাত্রী পরিবহন নৌ-যান ধর্মঘট স্থগিত করা হয়েছে। নৌ-যানের অন্য সেক্টরগুলোর বিষয়ে আলোচনা চলছে। চিকিৎসাজনিত কারণে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান দেশের বাইরে থাকায় পরবর্তীতে প্রতিমন্ত্রী দেশে ফেরার পর সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে বলে বৈঠক সূত্রে জানানো হয়।