মহানগর ও জেলায় আ’লীগের বিশেষ সর্তক অবস্থান

0
307

বিজ্ঞপ্তি : বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হবে। এই রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশকে অশান্ত করতে নাশকতা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি-জামায়াতের এই নাশকতাকে প্রতিহত করতে মহানগর ও জেলার প্রত্যেকটি থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থাপনায় সর্তকপূর্ণ অবস্থান করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরীর প্রত্যেক ওয়ার্ডের মোড়ে মোড়ে, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান অবস্থান করার জন্য আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে স্ব স্ব ওয়ার্ড ও ইউনিয়নে অবস্থান করতে হবে। একই সাথে ওই সকল ওয়ার্ডের সকর শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, মন্দির প্যাগোডায় সর্তক অবস্থান গ্রহণ করতে হবে।

একই সাথে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সকাল ১০টায় মহানগর কার্যালয়ে অবস্থান করতে হবে। নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের জানমালে হেফাজতের দায়িত্ব সরকারের। আর সরকার পরিচালনার দায়িত্বে বাংলাদেশ আওয়ামী লীগ। সেজন্যে কোন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের বিশেষ নজরদারি রাখার জন্য বিশেষ আহবান জানিয়েছেন কেন্দ্রিয় নেত্রী ও সাবেক মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।