গুনাকরকাটি ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষ্যে খাইরিয়া আজিজীয়া মেডিকেল ক্যাম্প উদ্বোধন

0
375

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া দরবার শরীফের ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্বোধন করা হয়েছে। রবিবার, সোমবার ও মঙ্গলবার দিবারাত্রি ব্যাপী পুরুষ ও মহিলাদের জন্য পৃথক দুটিস্থানে খাইরিয়া আজিজীয়া মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। রবিবার সকালে খানকাহ্ শরীফ চত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করেন, হযরত গওসূল আযম নকশ্বন্দী মোজাদ্দেদী দেহলবী (রহঃ) ও গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফে প্রধান মেহমান, দিল্লীর হযরত গওসূল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ)। গুনাকরকাটি খানকাহ্ শরীফের সাজ্জাদানশীন খাজা মোহাম্মাদ মিন্নাতুল্লাহ’র সভাপতিত্বে ও কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর পরিচালনায় এসময় ভক্তবৃন্দ ও দর্শনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পে বিভিন্ন স্থান থেকে আগত এমবিবিএস ডাক্তারগণ রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন নিশান ডেন্টাল কেয়ার। এসময় দুটি ক্যাম্পেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এ দুটি ক্যাম্পেই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।