খুলনার মুজিববর্ষ একুশে বইমেলা বইপ্রেমিদের পদচারনায় মুখরিত

0
174

খবর বিজ্ঞপ্তি:
প্রচুর দর্শকের আগমনে খুলনার মুজিববর্ষ একুশে বইমেলা বইপ্রেমিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। ৩০ মার্চ মঙ্গলবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা’র দ্বাদশ দিন। দিনটি সরকারি ছুটির দিন হওয়ায় বইমেলায় ক্রেতা দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকাল ৪ টায় স্থানীয় কবি লেখকদের লেখা থেকে পাঠের মধ্যে দিয়ে দিনের অনুষ্ঠানমালার সূচনা হয়। এরপর আবৃত্তি সংগঠন ‘আবৃত্তি ইশকুল’ তাদের পরিবেশনা নিয়ে মঞ্চে আসে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেনা করে ‘রবীন্দ্র-নজরুল সম্মিলন পরিষদ’ এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শকশ্রোতা বইমেলা মঞ্চের অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম শাহারুজ্জামান, এম. শরিফ উদ্দীন টিটো ও আনিছুর রহমান বাবু। সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।