ফ্লয়েডের মৃত্যু: ১ মিলিয়ন ডলারে অভিযুক্ত পুলিশের জামিন

0
208

টাইমস বিদেশ :
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আদালতের রেকর্ড অনুসারে, ডেরেক চাওভিন একটি ১ মিলিয়ন ডলারের বন্ড দিয়েছেন। বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে। গত জুনে সেখানকার আদালত তাকে শর্তযুক্ত ১ মিলিয়ন অথবা শর্তবিহীন ১.২৫ মিলিয়ন মার্কিন ডলারে জামিনের আদেশ দেয়। ফ্লয়েড হত্যায় ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত চারজনই এখন জামিনে রয়েছেন এবং পরের বছর তাদের বিচার হওয়া পর্যন্ত তারা মুক্ত থাকবেন। মে মাসের শেষের দিক থেকে মিনেসোটার ওক পার্ক হাইটসের সর্বাধিক সুরক্ষিত কারাগারে ছিলেন চাওভিন। গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড। ৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে পুরো দেশজুড়ে। প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। এই ঘটনার পর চাকরি হারান ১৯ বছর ধরে পুলিশে কর্মরত ডেরেক চাওভিন।