৩ দিনের মধ্যে বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠা করবে ইরান

0
234

খুলনাটাইমস বিদেশ: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী তিন দিনের মধ্যে একটি বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠা করবে। এ ভাইরাসের প্রাদুর্ভাব যাতে মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ইরান নানামুখী পদক্ষেপ নিচ্ছে; তারই অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াযদ প্রদেশের একজন পৌর কর্মকর্তা বিশেষ হাসপাতাল নির্মাণের খবর দিয়েছেন। তিনি জানান, ইয়াযদ শহরে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হবে। মাহমুদ দেহকান নামে এ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানায়, গত রোববার থেকে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে এবং তিন দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এরপর সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি বসানো হবে। ১,০০০ বর্গ মিটারের এ হাসপাতালে জরুরি ওয়ার্ড এবং চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামাদি থাকবে। ইয়াযদ পৌরসভার তত্ত্বাবধানে হাসপাতালটি নির্মিত হচ্ছে। এদিকে, সর্বশেষ খবর অনুযায়ী ইরানে করোনাভাইরাসে ৫৪ জন মারা গেছেন এবং ৯৭৮ জন সংক্রমিত হয়েছেন।