‘হাতের মুঠোয় কাঁচাবাজার’ নামক ডিজিটাল অ্যাপের উদ্বোধন বুধবার

0
312

খবর বিজ্ঞপ্তি:
করোনা সংকটের কারণে দেশব্যাপী লকডাউনের প্রেক্ষিতে প্রান্তিক কৃষক, পোল্ট্রি ও ডেইরি খামারীদের উৎপাদিত পণ্য সুষ্ঠুভাবে বাজারজাতকরণ এবং লকডাউনের ফলে ঘরে অবস্থানরত ক্রেতা সাধারণের নিকট ন্যায্য মূল্যে এসব পণ্য পৌঁছে দিতে এক উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন । তাঁর উদ্যোগে তৈরি হয়েছে ‘হাতের মুঠোয় কাঁচাবাজার’ নামক ডিজিটাল অ্যাপ।
বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘হাতের মুঠোয় কাঁচাবাজার’ নামক ডিজিটাল অ্যাপটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ।