করোনা উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু

0
266

খবর বিজ্ঞপ্তি:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে কবীর আহম্মেদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে আইসোলেশন ওয়ার্ডে শ্বাস কষ্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ী চাঁদপাই বাগেরহাট মংলা উপজেলায়। এছাড়া মঙ্গলবার ভোরে জ্বর ও শ্বাসকষ্টে সীমাখালীর মাগুরা জেলার অধিবাসী মো. আনসার (৫০) নামে আরও একজনের খুমেক হাসপাতালে মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস। তিনি জানান, মংলা উপজেলার অধিবাসী কবীর আহম্মেদ (৭০) প্রচন্ড শ্বাস কষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুর সোয়া ২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আসে। সেখান থেকে কবীর আহম্মেদকে দ্রুত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুুপুর ২টা ৫০ মিনিটে তিনি মারা যান । মৃত কবীর আহম্মেদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর মেশিনে পাঠানো হয়েছে । ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস আরো জানান, সোমবার রাত সাড়ে ১২টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মো. আনসার নামে একজন রোগী ভর্তি হন। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা সদরে। মৃত আনসারের নমুনাও সংগ্রহ করে পিসিআর মেশিনে পাঠানো হয়েছে। সন্ধ্যার পর আনসারের করোনা রিপোর্ট টি পাওয়া যাবে এবং কবির আহম্মেদর রিপোর্টটি বুধবার পাওয়া যাবে।