স্ট্যান্ডার্ড ব্যাংক’র ভবন নির্মাণে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)’র সাথে চুক্তি সাক্ষর

0
615

ঢাকা অফিসঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কর্পোরেট হেড অফিস ভবন নির্মাণে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)- এর সাথে চুক্তি সাক্ষরিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ-এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে সম্মানিত উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড- এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব রিজওয়ান মুস্তাফিজ চুক্তিপত্রে সাক্ষর করেন। এ সময় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ, সম্মানিত পরিচালক ফিরোজুর রহমান ও ফেরদৌস আলী খান, পরামর্শক প্রতিষ্ঠান ডেক্সটারাস কন্সালটেন্টস্ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিঃ হাসান মোঃ ইউনুস, ব্যাংকের কর্পোরেট হেড অফিস ভবনের প্রজেক্ট ম্যানেজার নেছার আহমেদসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রাজধানীর গুলশান-১ এর প্লট# ০৬, ব্লক- জেড, গুলশান এভিনিউ-এ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এই নিজস্ব অত্যাধুনিক কর্পোরেট হেড অফিস ভবনের নির্মাণ কাজ ২০২২ সাল নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।