খুলনা পোল্ট্রি মালিক সমিতির প্রতিবাদ সভা ১ সেপ্টেম্বর

0
265

খবর বিজ্ঞপ্তি:
মহামারী করোনার প্রভাবে সম্ভাবনাময় পোল্ট্রি শিল্পে ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনায় ক্ষুদ্র-মাঝারী খামারী ও ব্যবসায়ীরা দারুণভাবে আশান্বিত হন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অগ্রহণযোগ্য নীতিমালা অনুযায়ী ক্ষুদ্র-মাঝারী খামারী ও ব্যবসায়ীরা চরমভাবে বঞ্চিত অবহেলিত। এখানে বড় বড় বিনিয়োগকারীদের জন্য নীতিমালা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক তাদের পোল্ট্রি খাতে গ্রাহককে শুধুমাত্র প্রণোদনা প্রদান করছে; এখানে লক্ষ লক্ষ ছোট ক্ষুদ্র-মাঝারীদের ব্যাংক হিসাব নেই। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মূল অযোগ্যতা হিসাবে খোঁড়া যুক্তিতে যাদের পরিশ্রম, মেধা ও স্বল্প বিনিয়োগে আজ পুষ্টিকর নিরাপদ মুরগীর ডিম ও মাংস উৎপাদন ও সরবরাহের অবদান রাখছে, তাদেরকে কৌশলে বাদ দেয়া হচ্ছে।
এর প্রতিকারে মাননীয় প্রধানমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের দৃষ্টি আকর্ষণ ও দ্রæত ক্ষুদ্র-মাঝারী খামারী ব্যবসায়ীদের জন্য সুনির্দিষ্ট প্রণোদনা ঘোষণার দাবী করে এবং এই হটকারী নীতিমালার বিরুদ্ধে আগামী ১ সেপ্টেম্বর প্রতিবাদ সভার করার ঘোষণা দিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের খুলনা বিভাগীয় শাখা কমিটি : পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনার মহাসচিব এসএম সোহরাব হোসেন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, প্রফুল্ল রায়, মোঃ জাফর, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, ইলিয়াস চৌধুরী, মোঃ আলমগীর খান, মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদক এ্যাড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুন রশীদ শেখ, জাহিদুল ইসলাম আজাদ মুন্না, নির্বাহী সদস্য মোঃ সালাহউদ্দিন, শাহ জাফর মাহমুদ মেহেতা, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মোঃ মাহাবুর রহমান মিঠু প্রমুখ।