সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিশু কিশোরদের সহযাত্রী হতে হবে

0
71
শেখ রাসেল পরিষদের কর্মী সভায় নূর হাসান জনি

খবর বিজ্ঞপ্তি
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ এবং শেখ রাসেলকে হৃদয়ে লালন করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিশু কিশোরদের সহযাত্রী হতে হবে। তিনি রবিবার বেলা সাড়ে বারোটায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১৩নং ওয়ার্ড শাখা ও খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় শাখা আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা ও খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ১৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান তামিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মুরাদুল আলম, শেখ রাসেল পরিষদের ১৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আসিফ চৌধুরী। উপস্থিত ছিলেন শেখ রাসেল পরিষদ খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি নিবিড় রায় সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে চলতি মাসে খালিশপুর থানা সহ আল্লামা মহানগরীর বিভিন্ন থানা ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। এছাড়া সংগঠনের নেতাকর্মীকে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা মেনে সংগঠন করার আহ্বান জানানো হয়।