সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যু

0
216

খুলনাটাইমস: সিরাজগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সিরাজুল ইসলাম খান (৭০) স্ত্রী, মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। স্ত্রী ও মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন; ছেলে বাংলাদেশে আছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মৃতের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সিরাজুল ইসলাম খানের ভাতিজা ব্যবসায়ী রফিুকল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত তিনি হৃদরোগে ভুগছিলেন। দেশের বাইরে এবং দেশের হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম খান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। স্বাধীনতা পরবর্তীতে সিরাজগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত জিএস ছিলেন। তৎকালীন উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পাটকল কওমী মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক ছিলেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কয়েক বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। রফিুকল ইসলাম আরও জানান, রোববার বাদ জোহর সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে। জেলা স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম বলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সন্মেলনের কারণে জেলার অধিকাংশ নেতা ঢাকায় অবস্থান করছেন। তাই লাশ শনিবার ঢাকায় থাকবে। রোববার সিরাজগঞ্জ আনা হবে। সদালাপী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের মৃত্যু সংবাদে সিরাজগঞ্জের সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ শোনার পরই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম হাসপাতালে ছুটে যান এবং শোকাহত স্বজনদের সান্তনা দেন।