ফেসবুক লাইভে সচেতনতার বার্তা দিলেন দেবাশীষ বিশ্বাস

0
279

খুলনাটাইমস বিনোদন: সময়ের সঙ্গে করোনার প্রকোপ বেড়েই চলেছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। আতঙ্কে বিশ্ববাসী। এই সময়ে বেশি প্রয়োজন সচেতনতা। রোববার দেবাশীষ বিশ্বাস ফেসবুক লাইভে সচেতনতার বার্তা দিয়েছেন নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। এই নির্মাতা বর্তমানে স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছেন। তা জানিয়ে তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস। একশ বছর পর এরকম মহামারি ভাইরাসে আক্রান্ত বিশ্ববাসী। এই মহামারি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। সেই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে। কিছু হবে না এই ধারণা বদলাতে হবে। এই ভাইরাস সব ছাড়খার করে দেয়ার মতো। চিকিৎসকরা যেমন বলছেন তা মেনে চলা। যেমন ধরুন, পরিষ্কার-পরিছন্ন থাকা। হাত যেভাবে ধুতে বলেছেন সেবাবেই ধোয়া। হাঁচি-কাশির সময় মুখে টিস্যু ব্যবহার করা। জনসমাগমে না যাওয়া। আমি হোম কোয়ারেন্টাইনে আছি, আপনিও থাকুন।’ তিনি আরো বলেন, ‘আগে জীবন তারপর বিনোদন। যে কারণে আমার সিনেমা মুক্তি বন্ধ রেখেছি। দেশের সকল সিনেমা হল বন্ধ করা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছ। ছুটি পেয়ে আমরা যেন ঘুরতে বের না হই। বাসায় বাচ্চাদের, মা-বাবাদের সময় দিন। ঈশ্বর এই ভাইরাস দিয়েছেন আবার ঈশ্বরই এই ভারাস থেকে রক্ষা করবেন। আরো বেশি ঈশ্বরের উপাসনা করুন। হে মহান সৃষ্টিকর্তা আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আমরা তারকাদের ফলো করি। বিশ্বের বিখ্যাত তারকারা হোম কোয়ারেন্টাইনে চলে গেছে। আপনিও চলে যান।’