সাতক্ষীরায় মুজিব বর্ষ ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত

0
285

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও মাদক নির্মূলে বর্তমান সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। ইতোমধ্যে দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। কোন অফিসে যদি কেউ দুর্নীতি বা হয়রানির শিকার হয়, সাধারণ মানুষের সাথে যদি কোন কর্মকর্তা অসদাচারণ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলের প্রচেষ্টায় একটি আদর্শ দুর্নীতিমুক্ত সবুজ সাতক্ষীরা গড়ে তোলা হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) ও “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। তিনি আরও বলেন, পাসপোর্ট ও বিআরটিএ অফিস থেকে মানুষ সরাসরি সেবা নেয়। ইতিমধ্যে এ দুটি অফিসকে সতর্ক করা হয়েছে। নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হচ্ছে। অবৈধ ইটভাটা মালিকদের সতর্ক করা হয়েছে। যাদের ভাটার লাইসেন্স নেই, পরিবেশ দূষণ করছে তাদের ভাটা অপসারণ করে নিতে বলা হয়েছে। না করলে ভ্রাম্যমাণ আদালত দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। যারা উন্নয়নে বাধা হবে, দুর্নীতিতে যুক্ত হবে, তাদের সমূলে উৎপাটন করা হবে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও ফিংড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবা উদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবব্জি বিক্রেতা জোড়দিয়া গ্রামের শেখ সাইদুল ইসলামকে একটি ভ্যান, সদর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর কৃতি শিক্ষার্থী ফারহানা জান্নাতকে একটি বাই-সাইকেল উপহার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান। সর্বশেষ ফিংড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল কিতরন করা হয়। এর আগে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।