বুধহাটায় ভ্রাম্যমান আদালতে ইঁভাটা বন্ধ ও পানি দিয়ে ইট বিনষ্ট

0
296

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইট ভাটা বন্ধ করে ভাটার কাচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বুধহাটা ব্রিক্স নামক ইট ভাটায় আদালত পরিচালনা করা হয়। সাতক্ষীরা কালেক্টরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ আদালত প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ভাটার আগুন নিভিয়ে দেন এবং ভাটার পাড়ানে থাকা কাঁচা ইট পানি দ্বারা ভিজিয়ে বিনষ্ট করে দেওয়া হয়। ভাটাটিতে প্রতিদিন সাড়ে তিন শতাধিক শ্রমিক কাজ করে থাকে। ফায়ার সার্ভিস কালিগঞ্জ ইউনিটের গাড়ি থেকে পানি ছিটিয়ে কাচা ইট বিনষ্ট করা হয়। এসময় কালিগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল ইসলাম ও পুলিশ ফোর্স, বুধহাটা ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা সুরাইয়া পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।