কাজল-মোশাররফ পরিষদে ভোট দেয়ার আহবান চেম্বার সভাপতি কাজী আমিনের

0
284

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সদর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে (২০১৯-২০২২) কাজল-মোশাররফ পরিষদে ভোট দেওয়ার আহবান জানালেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি ও খুলনা মহানগর আওয়ামীলীগের উর্দ্ধতন সহ-সভাপতি কাজি আমিনুল হক। সোমবার কাজল-মোশাররফ পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে তিনি বলেন, এক সময় দলিল করতে আসা সাধারণ মানুষ নানা হয়রানী ও প্রতারণার শিকার হতো। কিন্তু বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেনের বলিষ্ঠ নেতৃত্বের কারণে এখন মানুষকে হয়রানী হতে হয়না। অফিস চত্বরে কোন ধরণের সন্ত্রাসী, চাঁদাবাজী, নৈরাজ্যের ঘটনা ঘটেনা। টাউট, বাটপার, ভূমিদস্যুদের অবস্থান এই চত্বরে হবেনা। কাজেই সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখতে, দলিল লেখকদের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে কাজল-মোশাররফ পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বেলা সাড়ে ১১টায় সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি প্রার্থী কাজল কৃষ্ণ দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য শ্যামল সিংহ রায়, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন ও ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের জামিরুল হুদা জহর। স্বাগত বক্তৃতা করেন খুলনা সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা মানিক-উজ-জামান অশোক ও বর্তমান সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মোশাররফ হোসেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ মোকলেছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রনজিৎ কুমার দাস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কোষাধ্যক্ষ গাব্রিয়েল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল হক নাজু, প্রচার সম্পাদক রমেশ চন্দ্র সেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মো ঃ সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা সরদার, সদস্য এস এম ওয়াহিদুজ্জামান সানি ও মোঃ রাজু হাওলাদার। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্যানেলের সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
উল্লেখ, আগামী ৩১ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে কাজল-মোশাররফ পরিষদের প্রার্থী গাব্রিয়েল বিশ^াস বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।