সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি

0
196

টাইমস ডেস্ক:
বাজেট বরাদ্দের মাধ্যমে সারাদেশে রেশনিং ব্যবস্থা চালুসহ চার দফা দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে তারা মানববন্ধন পালন করেন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, করোনা প্রাদুর্ভাবের মধ্যে দেশের মানুষ অসহায় অবস্থায় পড়েছে। তার ওপরে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, সবজিসহ সকল ধরনের ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি করা হয়েছে। সরকার বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে মূল্য বৃদ্ধি করছে। এতে করে সাধারণ মানুষ অর্ধাহারেঅনাহারে দিন পার করছেন। তারা বলেন, এ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সর্বজনীয় রেশন ব্যবস্থা চালু করা একান্ত প্রয়োজন। খাদ্যাভাবজনিত সংকট রোধকল্পে ভারতসহ বিভিন্ন দেশে অনেক আগে থেকে রেশনিং ব্যবস্থা চালু রয়েছে। দেশের চলমান ওএমএস কর্মসূচি ব্যাপক অর্থে কোনো সমাধান নয়, এ পদ্ধতিতে নিত্যপণ্য সংগ্রহে শ্রমজীবী মানুষের লাইনে দাঁড়িয়ে অনেক শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে অতি দ্রুত রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়ে তারা বলেন, সাধারণ মানুষের জন্য ভর্তুকি দিয়ে চাল, ডাল, লবণ, চিনি, আটা, ভোজ্যতেল সরবরাহ করার উদ্যোগ নিতে হবে। সরকারের কিছু উন্নয়ন প্রকল্প বাদ দিলে দেশের ৮ কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসা সম্ভব বলে তারা মনে করেন। মানববন্ধনে গণতান্ত্রিক বাম ঐক্যর সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড এম এ সামাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম প্রমুখ।