সম্মিলিত দুনীর্তিবিরোধী জোট খুলনার আলোচনা সভা

0
255

খবর বিজ্ঞপ্তি:
শুক্রবার বিকেল ৫টায় দৈনিক প্রবাহ ভবনের কনফারেন্স রুমে সম্মিলিত দুনীর্তিবিরোধী জোট খুলনা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জোটের আহবায়ক শেখ জাহাঙ্গীর আলম, পরিচালনা করেন সদস্য সচির এস ্এম মাহাবুবুর রহমান খোকন। বক্তৃতা করেন জোটের যুগ্ম আহবায়ক শরীফ শফিকুল হামিদ চন্দন, খালিদ হোসেন, শাহিন জামান পন, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, এস এম সোহরাব হোসেন, মোল্যা সামসুর রহমান শাহিন, শেখ আঃ হালিম, ইসরাত আরা হিরা, উল্লাসিনী সরকার, খাদিজা কবির তুলি, সাজেদুল হক শামিম, মেহেদী হাসান রাসেল, শেখ আতাউর রহমান ববি, শেখ আইনুল হক, ফায়জুল হক রুবেল, এস এম নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মাহমুদুল করিম, মোস্তফা কামাল, কেএম সাইফুল আলম, পরিমল কুমার রায়, আরিফুজ্জামান মন্টু, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, জেসমিন জামান, আঃ সালাম, নুরুন নাহার হিরা, জেরিন সুলতানা, মাহবুবুল আলম, বাহলুল আলম, শেখ তাজউদ্দীন, মাজহারুল ইসলাম লেলিন, জাকির হোসেন ডালিম, রতন কুমার মন্ডল, মৃত্যুঞ্জয় কুমার সরদার, সাইফুল ইসলাম প্রমূখ। সভায় আগামী ২৫ অক্টোবর শহীদ হাদিস পার্কে মোমবাতি প্রজ্জলন, কমিটির নাম সংশোধন করে সম্মিলিত দুর্নীতিবিরোধী জোট, মেয়রসহ খুলনার বিশিষ্টজনদের সাথে সৌজন্য সাক্ষাত, খুলনার তিনটি স্পটে অভিযোগ বাক্স স্থাপন ও দুর্নীতি বিরোধী শপথ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী সাহসি পদক্ষেপে ভূয়সী প্রশংসা করে এ সংগঠনটি আগামী দিনে অতন্ত্র প্রহরীর মত দায়িত্ব পালন করবে বলে অঙ্গীকার করেন।