সবার সিনেমা তো আর করা যায় না : পলি

0
365

খুলনাটাইমস বিনোদন: ‘আমি মরহুম রাজীব আংকেলের সঙ্গে অভিনয় করেছি। হুমায়ূন ফরীদি ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি। আমি নায়ক মান্না ভাইয়ের নায়িকা ছিলাম। শাকিব খান, আমিন খান, অমিত হাসানদের সঙ্গে কাজ করেছি। বড় বড় সব প্রডাকশন হাউজের সিনেমা করেছি। এখন যার তার সাথে তো আমি সিনেমা করবো না। আমাকে নিয়ে সিনেমা করতে হলে একটা ন্যুনতম যোগ্যতা থাকতে হবে। এটা ফিল্মের যোগ্যতা। অনেক ফিল্ম বানানোর অভিজ্ঞতা থাকতে হবে’- নতুন করে সিনেমায় প্রত্যাবর্তনের প্রসঙ্গে এভাবেই বলছিলেন অশ্লীলতার অভিযোগে সিনেমা থেকে আড়ালে চলে যাওয়া চিত্রনায়িকা পলি। সোমবার ছিলো বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। ক্লাবটির সদস্য পলিও। তিনি এসেছিলেন নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। ভোট শেষে তিনি এসব কথা বলেন। শুরুতেই তিনি নিজের ভোট দেয়া প্রসঙ্গে বলেন, ‘সবাই পছন্দের প্রার্থী। তাদের মধ্যে থেকেই সেরা প্রার্থী বাছাই করতে হয়েছে। বেশি কষ্ট হয়েছে সভাপতি পদে ভোট দিতে। আধা ঘণ্টা ভেবে সিদ্ধান্ত নিয়েছি কাকে ভোট দেবো। কারণ একজন প্রার্থী অমিত হাসান। তিনি আমার নায়ক ছিলেন। আরেকজন হলেন আমার প্রযোজক আতিকুর রহমান লিটন। দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে কষ্ট হয়েছে। আমার ধারণা অনেকেরই কষ্ট হয়েছে। তবে যেই হারুক বা জিতুক প্রত্যাশা করছি ভালো নেতৃত্ব আসবে।’ সিনেমার এই ক্রান্তিলগ্নে ফিল্ম ক্লাব বা সিনেমার মানুষদের সমিতিগুলো কী কার্যত কোনো ভূমিকা রাখতে পারছে বলে মনে করেন? এই প্রশ্নের জবাবে পলি বলেন, ‘দেখুন সমিতিগুলো তার তার মতো করে কাজ করছে। ফিল্ম ক্লাব একটা অংশ সিনেমার। সেও কাজ করবে। সিনেমার মানুষদের স্বার্থ দেখবে। এইসব নির্বাচনগুলো হচ্ছে বলে কিন্তু এখানে প্রযোজকরা আসছেন। তারা ভোটে দাঁড়াচ্ছেন। তাদের জন্য নায়ক-নায়িকারা আসছে। আমরা যারা হারিয়ে গিয়েছিলাম সেইসব নায়িকারা আবারও ফিরে আসছি। ভালো সিনেমা পেলে অভিনয়ও করবো। সেদিক থেকে এইসব নির্বাচন বেশ কার্যকরী বলে মনে করি।’ কেমন সিনেমায় অভিনয় করতে চান সেই বিষয়ে পলি বলেন, ‘এক সময় মান্না-শাকিবদের নায়িকা ছিলাম। আমি তো যার তার সিনেমায় অভিনয় করতে পারি না। চিনিনা জানিনা এমন কেউ প্রস্তাব নিয়ে এলেই তো আর সিনেমা করবো না।’ প্রস্তাব কী পান? উত্তরে পলি জানান, ‘প্রচুর প্রস্তাব আসে সিনেমার। এখন সিনেমার চেহারা বদলেছে। কাজ করবো। কিন্তু ভালো ছবির প্রস্তাব তো আসে না। যেসব ছবির কাজ করতে বলে সেসবের পরিচালক পছন্দ হয় না।’ ভালো ছবি বলতে আপনি কেমন ছবিকে বোঝাচ্ছেন? ‘অভিজ্ঞ পরিচালক, বড় প্রডাকশন হাউজ, মশলাদার সিনেমা। আমি তো অফ ট্র্যাকের সিনেমা করবো না। কারণ কমার্শিয়াল না হলে তো ছবি চলবেই না। আর যে ছবি মানুষ দেখবে না সেই ছবিতে অভিনয় করে লাভটা কী?’- পলির পাল্টা প্রশ্ন। আপনি মান্নার রাজত্বে এসেছিলেন। এখন শাকিব খানের রাজত্ব চলে। অভিনয়, লুক-গেটাপ ও ব্যক্তিত্বে নিজেকে বদলে নিয়েছেন শাকিব আগের চেয়ে। তার সঙ্গে কী যোগাযোগ হয়? বা তার ছবিতে কাজের কথা ভাবেন? পলি বলেন, ‘কেন ভাববো না। শাকিব খান আমার ভালো বন্ধু। ওর সঙ্গে আমার হিট ছবি আছে। যোগাযোগও হয়। আর তার ছবিতে কাজ করা নিয়ে তেমনভাবে ভাবিনি। তবে অবশ্যই করবো। নায়িকা না হলেও যদি গুরুত্বপূর্ণ কোনো চরিত্র আসে তবে না করার তো কারণ দেখি না।’ মনের মতো ভালো ছবি না পেলে নিজে প্রযোজক হবেন কী না এই প্রশ্নে পলি বলেন, ‘না। আমার প্রযোজনার ইচ্ছে নেই। আমার অন্য জায়গায় বিনিয়োগ করা আছে। আপাতত সিনেমা ব্যবসা নিয়ে কোনো প্ল্যান নেই। অপেক্ষা করবো ভালো ছবির। এখন তো সবকিছুই ঘুরে দাঁড়াচ্ছে। একসময় যারা বড় বড় ছবি বানিয়েছেন সেইসব প্রযোজকরা আবার ফিরতে শুরু করেছেন। আমার মনে হয় আবার রমরমা হয়ে উঠবে সিনেমা।’ সম্প্রতি দেশের বাইরে অবসার যাপন করে এসেছেন চিত্রনায়িকা পলি। তিনি জানান, স্বামী সন্তানদের নিয়ে কিছুটা ব্যক্তিগত সময় কেটেছে তার।