সবাই এখন অ্যাকশন চায়: ফখরুল

0
376

অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বক্তব্যে দিতেও ইচ্ছে করে না। আর মনে হয়, কারো শুনতেও ইচ্ছে করে না। কারণ সবাই এখন কাজ করতে চায়। সবাই এখন অ্যাকশন চায়।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু অন্যায়ভাবে সাজা দেয়া হয়নি বরং তার যে নৈতিক অধিকার জামিন পাওয়া, সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে আনতে হবে। গয়েশ্বর চন্দ্র রায়সহ সকল কারাবন্দি নেতাদের বের করে আনতে হবে। এটাই সারা দেশের মানুষ চায়।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলেকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে পরাজিত করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় এবং সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

বিএনপি দুর্নীতিপয়ারণ দল- প্রধানমন্ত্রীর এ বক্তব্যে কঠোর সমালোচনা করে দলটির মহাসচিব বলেন, এ কথা বলার আগে তো আয়নায় নিজের মুখ দেখতে হবে। বলার আগে, মানুষ আপনাদের সম্পর্কে কি বলে, সেটাও জানতে হবে।