সনাতন ধর্মালম্বীরা নিরবিঘেন আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারছে- মেয়র

0
361

বিজ্ঞপ্তিঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, এ দেশের সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত হওয়ায় সনাতন ধর্মালম্বীরা নির্বিঘেœ আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে পূজা মন্ডপসমূহ উৎসবমুখর হয়ে উঠেছে। তিনি বলেন, এক সময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্ডপে মন্ডপে মেলা, নৌকা বাইচ সহ নানা আনন্দানুষ্ঠানের আয়োজন করা হতো। দুর্গোৎসবকে আরো বর্ণাঢ্য ও আনন্দমুখর করতে এসব ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নগরীর পূজা মন্ডপসমূহে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। খুলনা জেলা প্রশাসন দুপুর ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু সহ বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র ও সংসদ সদস্য পূজা মন্ডপের কর্মকর্তাদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন।