খুবির সাউথ এশিয়ান জার্নাল অব এগ্রিকালচার ওয়েবসাইট উদ্বোধন

0
287

খবর বিজ্ঞপ্তি: মঙ্গলবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাউথ এশিয়ান জার্নাল অব এগ্রিকালচার (এসএজেএ) এর ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বাটন টিপে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জার্নালটির চীফ এডিটর প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী। জার্নালটির ওয়েবসাইট ব্যবহার এবং অন লাইনে গবেষণাকর্ম উপস্থাপনের বিষয়ে ব্যাখ্যা দেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জার্নালটির নির্বাহী সম্পাদক প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন চালু হওয়ার পর ২০০৬ সালে এই ডিসিপ্লিন থেকে প্রথমবারের মতো সাউথ এশিয়ান জার্নাল অব এগ্রিকালচার (এসএজেএ) নামক জার্নাল (বিজ্ঞান-গবেষণা সাময়িকী) প্রকাশ করা হয়। এ পর্যন্ত এই জার্নালের ছয়টি ভলিউমে স্থানীয় গুরুত্বের ও আন্তর্জাতিক মানের মোট ১৭৩টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশিত ছয়টি ভলিউম ছিলো শুধুমাত্র প্রিন্টেড ভার্সনে। এখন থেকে অনলাইন ও প্রিন্ট এই দুই ভার্সানে এই জার্নালে গবেষণা আর্টিকেল প্রকাশিত হবে।
এখন থেকে জার্নালটির নির্ধারিত গাইডলাইন (ওহংঃৎঁপঃরড়হ ঃড় অঁঃযড়ৎং) অনুসরণ করে প্রস্তুতকৃত আর্টিকেলসমূহ অনলাইনেই সাবমিশন, রিভিউইং, ট্র্যাকিংসহ সবকিছু করা যাবে। প্রকাশিত সকল আর্টিকেলের অনলাইন পিডিএফ ফাইল জার্নালের ওয়েবসাইট এ সবসময়ের জন্য প্রদর্শিত থাকবে। জার্নালটি বৃহত্তর কৃষি বিজ্ঞানের সকল বিষয়ে গবেষণা আর্টিকেল প্রকাশ করে থাকে। বছরে দুইটি ভলিউম (জুন ও ডিসেম্বর) প্রকাশ করা হবে। অনলাইনে প্রকাশ করার পাশাপাশি প্রিন্ট ভার্সন প্রকাশ করাও অব্যাহত থাকবে। এডিটোরিয়াল টিমের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের কাছে জার্নালটিতে মানসম্পন্ন গবেষণা নিবন্ধ প্রকাশে সচেষ্ট হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।