যশোরে র‌্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

0
17

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি মোঃ তারেক আজিজ (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব—৬।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ১৮ এপ্রিল ২০১৪ তারিখে বিপুল পরিমান ফেন্সিডিল সহ নড়াইল সদর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় ছয় মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।
নড়াইল সদর থানার ২০১৪ সালের মাদক মামলার আসামী মোঃ তারেক আজিজ। সুজন (৩৫) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ তারেক আজিজ ওরফে সুজন (৩৫) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ২৫/০৪/২০২৪ তারিখ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। র‌্যাব—৬, যশোর ক্যাম্প উক্ত পরোয়ানা সম্পর্কে অবহিত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ২৮/০৪/২০২৪ তারিখ র‌্যাব—৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ তারেক আজিজ ওরফে সুজন (৩৫) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন দাইতলা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ইং ২৮/০৪/২০২৪ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ তারেক আজিজ ওরফে সুজন (৩৫), পিতা— মৃত জুলফিকার আলী মোল্যা, সাং—দাইতলা মোড়, থানা— কোতয়ালী, জেলা— যশোরকে গ্রেফতার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে নড়াইল জেলার সদর কোর্ট পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here