রামপালে নিখোজ সন্তানকে ফিরে পেতে মায়ের আদলতে মামলা

0
348

মংলা প্রতিনিধিঃ রামপালে নিখোজ সন্তানকে ফিরে পাওয়ার জন্য বাগেরহাটের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ও রামপাল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দুটি করেন, উপজেলার দাকোপা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী রানুফা বেগম ও তার ভগ্নিপতি আব্দুর রউফ সরদার। অভিযোগে জানা গেছে, ইং ২০১৪ সালের ৭ জুন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জয়দেব গ্রামের মোঃ আফাজ উদ্দিনের কন্যা মোসাঃ মাকছুদা খাতুন এর সাথে বিয়ে হয়। এরপর ৬ মাস পূর্বে ওই মাকছুদা খাতুন নোটারী পাবলিক কার্যালয়ে এ্যাফিডেফিড এর মাধ্যমে তালাকনামার ঘোষনা পত্র তৈরি করে তার স্বামী ছাব্বির হোসেনের কাছে পাঠায়। কিছুদিন পূর্বে ছাব্বির পার্শবর্তী বোরহান শেখের ছেলে জসিমের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায় মাকছুদাকে। এ নিয়ে কথা কাটাকাটি হলে মাকছুদা ও জসিম দেখে নেওয়ার হুমকি দেয় ছাব্বিরকে। এরপর থেকে ছাব্বিরের আর কোন খোজ পাওয়া যায়নি। মাকসুদা ও জসিমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনা আদৌ সত্য না। একটি কুচক্রি মহল হেয় করার জন্য মিথ্যা অভিযোগ করেছে। এ ব্যাপারে রামপাল থানার এস আই আনসার উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের নোটিশ করা হয়েছে তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন করে ব্যবস্থা নেওয়া হবে।