সদর সাব রেজিস্টার অফিস নির্মাণ কাজ শুরুর দাবিতে আন্দোলনে

0
177

খবর বিজ্ঞপ্তি:
উদ্বোধনের পাঁচ বছরেও সদর সাব রেজিস্টার অফিস নির্মাণ কাজ শুরু না করায় কর্মরত দলিল লেখক ও নকল নবিসরা আন্দোলনে নেমেছেন। তারা অবিলম্বে ভবন নির্মাণ কাজ শুরু দাবিতে অর্ধদিবস কর্মরিততি কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে সদর সাব রেজিস্ট্রার অফিস চত্বরে এ কর্মসূচী শুরু চলে বিকেল পর্যন্ত। কর্মবিতরতি চলাকালে দলিল লেখক ও নকল নবিসদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন। সংগঠনের সাঃ সম্পাদক বাহাউদ্দীন খন্দকারের পরিচালনায় সভায় বক্তৃতা করেন নকল নবিস কমিটির সভাপতি ও সাঃ সম্পাদকসহ আরো অনেকে। মোঃ আলমগীর হোসেন জানান, ২০১৭ সালে সদর সাব রেজিস্টার নতুন অফিস ছয়তলা ভবন করার জন্য প্রধান মন্ত্রী উদ্বোধন করেন। এখনকার পুরাতন বিল্ডিং বৃষ্টি হলেই ২শ’ বছরের পুরাতন দলিলের বালাম বুক নস্ট হয়। যা খুলনা-বাগেরহাট জেলা সাধারণ দলিলে সংরক্ষণ বিনস্ট হয়। পুরাতন বিল্ডিং-এর ছাদ ভেঙ্গে কর্মরত নকল নবিস ও সাধারণ সেবা গ্রহীতারা প্রায় আহত হয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে ছাদের অংশ বিশেষ ভেঙ্গে পড়ে। তবে অল্পের জন্য নকল নবিসরা রক্ষা পায়। এ ঘটনার প্রতিবাদে তারা আন্দোলন শুরু করেছেন বলে জানান।