শুটিং সেটে ফিরেছে কেজিএফ টিম

0
204

টাইমস বিনোদন:
ভারতের দর্শক মাতিয়েছে কন্নড় ভাষার সিনেমা ‘কেজিএফ’। গত বছর মুক্তি পায় ছবিটি। শুধু ভারতেই নয়, ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হিন্দি সিনেমার দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সাফল্যর ধারাবাহিকতা রেখে চলতি বছরের মার্চ মাসে ঘোষণা আসে ‘কেজিএফ ২’ ছবিটি। বলা হয়েছিলো আসছে ২৩ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। তবে করোনার আক্রমণ ভেস্তে দেয় সব পরিকল্পনা। মার্চে ভারতজুড়ে লকডাউনের ঘোষণায় বন্ধ হয়ে সিনেমাটির বাকি শুটিংয়ের কাজ। তাই মুক্তিও পিছিয়েছে। তবে কেজিএফ ভক্তদের জন্য সুখবর, শিগগিরই সিনেমার বাকি কাজ শেষ করতে শুটিং সেটে ফিরেছে কেজিএফ টিম। মুম্বাই মিরর তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, গত ২৬ আগস্ট থেকে শুরু হয়েছে কেজিএফ-২ এর শুটিং কাজ। তবে লকডাউনের পর ৭ অক্টোবর প্রথম শুটিং সেটে ফিরছেন এ ছবির দুই তারকা যশ ও শ্রীনিধি শেঠি। প্রায় ২০ দিনের ব্যস্ত শিডিউলে কেজিএফ’র পুরো টিম মিলে এখন পাড়ি জমাবে হায়দরাবাদের কোলার গোল্ড ফিল্ডে। সেখানে বেশ কিছু অ্যাকশন সিক্যুয়েন্সের শুটিং করবে তারা। যদিও দলটির সঙ্গে এখন থাকার কথা ছিল বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা সঞ্জয় দত্তের। তবে ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতা নানা জটিলতার কারণে এখনই সেটে ফিরতে পারছেন না। তবে তিনি ফিরবেন। জানা গেছে, নভেম্বরে ‘কেজিএফ ২’- এর শুটিং করবেন ‘সাঞ্জু বাবা’খ্যাত এই অভিনেতা। অবশ্য সব কিছু নির্ভর করছে সঞ্জয়ের শারীরিক অবস্থার উপর। বর্তমানে স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে দুবাই রয়েছেন তিনি। সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল জানান, নভেম্বরের মধ্যেই সিনেমাটির কাজ শেষ করা হবে। এরপর প্রচারণার পাশাপাশি চলবে পোস্ট প্রডাকশনের কাজ। মহামারী পরিস্থিতি বিবেচনা করে ২০২২ সালের যেকোনো সময় মুক্তি দেয়া হবে সুপারহিট ‘কেজিএফ’ সিনেমার সিক্যুয়েলটি।