আবারো নিয়মিত সারিকা

0
338

খুলনাটাইমস বিনোদন: ছোট পর্দার আলোচিত মডেল-অভিনেত্রী সারিকা। চলতি বছরের মাঝামাঝিতে ‘চুল তার কবেকার’ শিরোনামের একটি টেলিছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আড়াল ভাঙ্গেন। পরবর্তীতে গেল ঈদেও কয়েকটি নাটকেও অভিনয় করেন তিনি। সেই সময় তিনি বলেন, এখন থেকে নিয়মিত ছোটপর্দায় কাজ করবো। তবে অবশ্যই যেটি করবো সেটি যেন দর্শকের ভালো লাগে। গতানুগতিক কাজে আর নিজেকে ভাসিয়ে দিবো না। অবশেষে সারিকা নিজের সেই কথা রাখছেন। বেশ বেছে বেছেই কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় কদিন আগে দূর্গাপূজার ‘ভুল কাব্য’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন তিনি। এদিকে সম্প্রতি তিনি ‘নিশিগন্ধা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। এখানে তিনি মানসিক ভারসাম্যহীন মেয়ের চরিত্রে কাজ করেছেন। এ ছাড়া আসছে বিজয় দিবসে তাকে দেখা যাবে ‘ক্ষমা নাই’ শিরোনামের একটি নাটকে। নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন কাজী সালাম। নাটকে ফের নিয়মিত হওয়া প্রসঙ্গে সারিকা বলেন, আমি কিন্তু অভিনয়ের মাঝেই আছি। তবে একটু কম কিন্তু ভালো গল্পের নাটকে কাজ করছি। সত্যি বলতে, প্রচুর কাজের প্রস্তাব থাকলেও সব নাটকে কাজ আর করতে চাই না। গড়পড়তা কাজে যুক্ত হতে ইচ্ছে করে না। এদিকে আমার মেয়ে বড় হয়েছে। তাকে সময় দেয়ার কারণেও কাজ কম করি। তবে মিডিয়া থেকে বিদায় নেয়ার কোনো পরিকল্পনা নেই আমার। যতদিন দর্শক আমার অভিনয় পছন্দ করবেন, ঠিক ততদিনই কাজ করব। টিভি নাটকের বাইরে সারিকা মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন সাম্প্রতিক সময়ে। খুব শিগগির এটি প্রচারে আসবে বলে জানান। গেল বছর সারিকার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন প্রযোজক মোহাম্মদ বোরহান খান। সেই সময় তাকে ছয় মাস নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সারিকার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল ১লা আগস্ট থেকে। পরবর্তীতে অক্টোবরের মাঝামাঝি ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরাবর তিনি ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে টেলিপ্যাব। বিচার বিশ্লেষণ করে তারা ২৫শে অক্টোবর সারিকার ছয় মাসের নিষেধাজ্ঞা তিন মাসে কমিয়ে আনে। তারপর ৩রা নভেম্বর ‘ব্রেকিং নিউজ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন তিনি। কিন্তু এই নাটকের পর আবার চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত আড়ালে থাকেন তিনি।