শরণখোলায় ৬ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

0
360

শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় সোমবার (৫ নভেম্বর) ভোর রাতে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বলেশ্বর নদী থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে। আটকজালের বাজার মূল্য ৬ লক্ষাধিক টাকা। জব্দকৃত জাল রাতেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির সহায়তায় রবিবার রাত ৮টা থেকে সোমবার ভোর রাত ৩টা পর্যন্ত বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়। এ সময় বলেশ্বরের মাঝের চর, বগী ও তাফালবাড়ী এলাকা থেকে ৬ লক্ষাধিক টাকা বাজার মূল্যের ২০ হাজার মিটার কারেন্টজাল ও ১২ কেজি জাটকা ইলিশ আটক করা হয়। ওই রাতেই আটককৃত জাল গাবতলা এলাকায় বলেশ্বর নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকাগুলো স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়।
মৎস্য কর্মকতা আরো জানান, ইলিশের প্রজননের জন্য অক্টোবর মাসে ২২দিন সব ধরণের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শেষে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। জাটকা অবরোধের এই সময়ে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।