লাদাখ সংঘাত: একে অপরকে দোষারোপ করছে চীন-ভারত

0
225

খুলনাটাইমস বিদেশ : লাদাখে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে দেশ দু’টি। ভারত জানায়, এ সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে দুই দেশের সেনাই হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো জানায়নি চীন। বুধবার বিবিসি এ তথ্য জানায়। এদিকে মঙ্গলবারের সংঘর্ষে কোনো গুলি বিনিময় হয়নি। সেনাদের মধ্যে পাথর ও রড দিয়ে মারামারি হয়েছে বলে জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে তাদের কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছে। সোমবার লাদাখে চীন ও ভারতের মধ্যে যে সংঘর্ষ বাধে, সেটি গত ৪৫ বছরের মধ্যে সীমান্তে প্রথম মারাত্মক সংঘর্ষ। ভারতের অভিযোগ, চীন এ সংঘর্ষের সূত্রপাত করেছে। অন্যদিকে বেইজিংয়ের অভিযোগ, চীনা সেনাদের ওপর হামলা করেছে ভারতীয় সেনারা। পরে উত্তেজনা প্রশমিত করতে দুই দেশের সেনাদের মধ্যে বৈঠক হয়। সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, এতে ৪৩ জনেরও বেশি চীনা সেনা গুরুতর হতাহত হয়েছে।