রূপসা থানা এলাকার রাজাজার ও তাদের সহযোগীদের তালিকা

0
273

নিজস্ব প্রতিবেদক: দৈনিক খুলনাটাইমস এর নিয়মিত এই আয়োজনে প্রকাশিত হচ্ছে রূপসা থানা এলাকার রাজাজার ও তাদের সহযোগীদের তালিকা। ২০১৬ সালের ৯ আগস্ট জেলা প্রশাসনে পাঠানো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ এর প্রতিবেদন ও স্থানীয়দের সাক্ষাৎকার সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
দেয়াড়া গ্রামের খান আমীর আলীর পুত্র খান আমজাদ হোসেন (রাজাকার কমান্ডার), ইউনুস আলী সরদারের পুত্র মতিয়ার রহমান সরদার, আবুল কালাম, শফিউল্লাহ খোকন, গোলাম রহমানের পুত্র মৃতঃ মোতালেব, মৃতঃ আমীর আলীর পুত্র খান আবুল হোসেন, আইয়ুব আলী, আবুল কাশেম, ছদর আলীর পুত্র আব্দুস সামাদ মোড়ল, মানিক মুন্সির পুত্র নিয়ামত আলী মুন্সি, গগণ আলীর পুত্র সুবিদ আলী, গোলাম রহমানের পুত্র সৈয়দ আলী, রাজাপুর গ্রামের হাসেন আলী (রাজাকার কমান্ডার), আমীর আলীর পুত্র, শফি মাঝি, নন্দনপুর গ্রামের সরদার হারুণ অর রশিদ, রাহান মোল্লার পুত্র হাবিবর মোল্লা, মোঃ আব্দুল আজিজের পুত্র রুহুল কাজী, শ্রীরামপুর গ্রামের ছবেদ শেখ এর পুত্র খোকা শেখ, নৈহাটী গ্রামের পবন সরদারের পুত্র কাশেম সরদার, যুগীহাটী গ্রামের ঈমান আলীর পুত্র মুক্তার আলী, মৃতঃ আব্দুল খালেকের পুত্র মৃতঃ শেখ আলমগীর, শোলপুর গ্রামের শেখ হাতেম আলীর পুত্র নূর ইসলাম গ্যাটে, আনন্দনগর গ্রামের বদর উদ্দীন লস্করের পুত্র নুরু মিয়া লস্কর, ভদ্রগাতী গ্রামের খবিরুদ্দিন শেখ এর পুত্র তুতা মিয়া, জাবুসা গ্রামের সুলতান মোল্লার পুত্র শাহাদাৎ মোল্লা, স্বল্প বাহিরদিয়া গ্রামের পাচু কবিরাজের পুত্র সাহেব আলী ফকির, চাঁদপুর বামনডাঙ্গা গ্রামের মৃতঃ হারেজ উদ্দীন শেখ এর পুত্র ফজর উদ্দীন শেখ, ইতু লস্করের পুত্র নজির লস্কর, মফেল মোল্লার পুত্র আবুল কালাম আজাদ, খাজাডাঙ্গা গ্রামের খয়রত উল্লাহ এর পুত্র আহম্মাদ আলী মীর, ইদ্রিস শেখ এর পুত্র ময়েন উদ্দিন শেখ।