সাতক্ষীরা সদর উপজেলায় রাজাকার ছিলেন যারা

0
325

নিজস্ব প্রতিবেদক: দৈনিক খুলনাটাইমস এর নিয়মিত এই আয়োজনে প্রকাশিত হচ্ছে সাতক্ষীরা সদর থানা এলাকার রাজাজার ও তাদের সহযোগীদের তালিকা। সাতক্ষীরা সদর নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডের প্রতিবেদন সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
কাথণ্ডা গ্রামের জহুরুল হক (টিক্কা খান), কোমর উদ্দিন, শাহাজুদ্দিন, হাজী ইসাহাক আলী, হাজী নেছার উদ্দিন, হাজী দেলদার রহমান, গোলাম বারী (আল বদর), আব্দুল করিম দফাদার, আব্দুর রশিদ, রিয়াজ উদ্দিন, জয়নাল, ইবরাহিম (হিমচাঁদ), বৈকারী গ্রামের হচেন আলী, ইসমাইল হোসেন, মোঃ জালাল উদ্দিন সরদার (মুক্তিযোদ্ধার সনদ নিয়ে ভাতাভোগী), খলিলনগর গ্রামের মাওলানা আব্দুল খালেক মন্ডল, মিরগিডাঙ্গা গ্রামের গোলাম সরোয়ার, কুশখালি গ্রামের ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, ঘোনা গ্রামের আব্দুর রাজ্জাক, ইব্রাহিম হোসেন সরদার, আবু তালেব মিস্ত্রি, আজিজার রহমান, ওমর আলী, গাংনিয়া গ্রামের আব্দুল হক, বাবর আলী বাবু, আব্দুল মোতালেব দালাল, মাহমুদপুর গ্রামের আব্দুল মান্নান, মুন্সি রওশন আলী, আব্দুল হক নাটা, আব্দুস সাত্তার, জাকের আলী সানা, আকবর আলী, শফিকুর রহমান, ওমর আলী মোড়ল, বুলারাটি গ্রামের ইউপি চেয়ারম্যান আব্দুল্লা হেল বাকি, জালাল উদ্দিন মোড়ল, আব্দুল আজিজ শেখ, আব্দুল ওহাব শেখ, নূরু শেখ, জালাল উদ্দিন ঘরামি, গোলাম হোসেন, কওছার আলী মল্লিক, আব্দুল হাকিম, তালবাড়িয়া গ্রামের বাসারাত হোসেন ঢালী, আতিয়ার রহমান দাদো, আব্দুর রাজ্জাক আদর, পাঁচানি গ্রামের সহিল উদ্দিন, আলীপুর গ্রামের নিয়াম উদ্দিন ন্যামো, আব্দুল সরদার, শ্রীরামপুর গ্রামের হায়দার আলী বিশ্বাস, গুনজার সরদার, হাবিল মন্ডল, মুজিবর রহমান বিশ্বাস, বৈচনা গ্রামের ইউসুফ আলী, গয়েশপুর গ্রামের আব্দুস সামাদ, সাবুর আলী, বাবর আলী মোড়ল, তলুইগাছা গ্রামের আবু তালেম, আনিসুর রহমান, কাওনডাঙ্গা গ্রামের আজিজার রহমান মাস্টার, আব্দুর রউফ (আল বদর), বাঁশদহা গ্রামের আনোয়ারুল ইসলাম, হাওয়ালখালি গ্রামের জিএম আব্দুল হক, আইসপাড়া গ্রামের আব্দুর রহিম, আব্দুল করিম, রেউই গ্রামের আনিসুর রহমান, শামসুর রহমান, গোদাঘাটা মল্লিকপাড়া গ্রামের মল্লিক ফকরুল আলম, একরামুল হক, আবুল হোসেন, আখড়াখোলা গ্রামের আবুল হোসেন (মুক্তিযোদ্ধা হিসেবে যাবতীয় সুযোগ নিচ্ছেন), বাউলডাঙ্গা গ্রামের বাদশা ঢালী, শিবনগর গ্রামের আব্দুল মজিদ সরদার, আজিবর রহমান আজি, মুজিবর রহমান মজি, ঘরচালা গ্রামের আমজাদ হোসেন, আগরদাড়ি গ্রামের আব্দুল খালেক কারিকর, আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক, ইন্দ্রিড়া গ্রামের আব্দুল মজিদ নাটা, আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়াজেদ, চুপড়িয়া গ্রামের মাহাবুবুর রহমান মাবু, ফজলে রহমান, জয়নুদ্দিন, আব্দুল মজিদ, ইয়াছিন আলী, আব্দুল বারি সরদার, গোলাম রব্বানি, আবুল হোসেন, হাচিম আলী সরদার, রামেরডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক (মুক্তিযোদ্ধার সনদ নিয়ে নিয়মিত ভাতা ভোগী), আব্দুল মাজেদ, আজগর আলী, বালিয়াডাঙ্গা গ্রামের মফিজ উদ্দিন, কাশিমপুর গ্রামের আবু জাফর, নাসির উদ্দিন, আবু বকর, আব্দুল আজিজ, কমান্ডার সাকাউদ্দিন, হচেন আলী, আনসার আলী, আছির উদ্দিন, আব্দুল জলিল, এল্লারচর গ্রামের মোঃ ওয়াজেদ আলী (মুক্তিযোদ্ধার সনদ নিয়ে নিয়মিত ভাতা ভোগী), ভবানীপুর গ্রামের এলাহি বক্স, বেতলা গ্রামের লিয়াকত আলী, কুচপুকুর গ্রামের আহসান উদ্দিন, মোহনপুর গ্রামের আব্দুল গফুর, তুজুলপুর গ্রামের আব্দুল হাকিম, ছাফের আলী মল্লিক, রমজান আলী গোরা, গোলাম মোস্তফা, পাথরঘাটা গ্রামের মোকছেদ আলী, আব্দুল খালেক, আব্দুল হক, আকছেদ আলী, গোলজার রহমান দালাল, হাজীপুর গ্রামের মুন্সি আজগর আলী, গোবিন্দকাঠি গ্রামের গোলাম সরোয়ার (মুক্তিযোদ্ধার সনদ নিয়ে নিয়মিত ভাতা ভোগী), মিজানুর রহমান, আব্দুল ওহাব শেখ, ঝাউডাঙ্গা গ্রামের ময়েজ উদ্দিন, আকছেদ আলী, আক্কাছ আলী, ওয়ারিয়া গ্রামের আব্দুল করিম, বলাডাঙ্গা গ্রামের আবু বকর, নূর ইসলাম, ছয়ঘরিয়া গ্রামের শহিদুল ইসলাম, কমান্ডার আব্দুল মোতালেব, মধু মিয়া, আব্দুল কাদের, মোসলেম উদ্দিন, আবুল হোসেন, আব্দুল হামিদ, করিম বক্স, রহিম বক্স, আবু বকর, একব্বার হোসেন, নেছার আলী, রাজনগর গ্রামের নজিবর রহমান, মথুরাপুর গ্রামের মহিউদ্দিন, আব্দুল আজিজ সরদার, খেজুরডাঙ্গা গ্রামের কবির হোসেন, মুনসুর আলী শেখ, মাহাতাব উদ্দিন, আবুল মুনসুর, লাবসা গ্রামের মোজাফফর হোসেন, মহিউদ্দিন সরদার, ধুলিহর গ্রামের মাওলানা আব্দুস সামাদ, আতিয়ার রহমান, মদন কারিগর, কফিল উদ্দিন, মনু মোড়ল, হাবিবুর রহমান মোড়ল, ফকির আহমেদ, বালুইগাছা গ্রামের আব্দুল আজিজ, মোকছেদ আলী বেশে, গোবিন্দপুর গ্রামের ওমর আলী, মোকছেদ আলী, নূনগোলা গ্রামের শুকুর আলী কারিকর, শাহাজুদ্দিন মৌলভী, দহাকুলা গ্রামের আমির আলী ময়না, মেল্লেকপাড়া গ্রামের মোখখুর রহমান, হাবিবুর রহমান, মোকবুল হোসেন সরদার, ব্রক্ষ্মরাজপুর গ্রামের এলাহী বক্স মন্ডল, রজব আলী সরদার, মাছখোলা গ্রামের রাজউদ্দিন সরদার, আব্দুল কুদ্দুস, শাল্যে গ্রামের গুলবাহার, রামচন্দ্রপুর গ্রামের আবু বকর সিদ্দিক, ফিংড়ী গ্রামের জুলফিকার আলী, গাভা গ্রামের আরশাদ আলী, মাওলানা হানেফ গাজী, আহমাদ আলী মোড়ল, আব্দুল হাকিম, গোবিন্দপুর গ্রামের জামাল উদ্দিন খাঁ, বিনেরপোতা গ্রামের রফিউল্লা (মুক্তিযোদ্ধার সনদ নিয়ে নিয়মিত ভাতা ভোগী), শিমুলবাড়িয়া গ্রামের আফিল উদ্দিন গাজী, কোরবান আলী গাজী, আব্দুল হাকিম সরদার, গোলাম মোস্তফা, বালিথা গ্রামের বাকের আলী, মুছা বিশ্বাস, জহর আলী সরদার, মহর আলী, শের আলী সরদার, নূর আলী সরদার ও হাজী আফিল উদ্দিন সরদার।