রূপসায় মাদক, জুয়া, ইপটিজিং ও জঙ্গীবাদের বিরুদ্ধে মত বিনিময় সভা

0
175

রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বিট পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত সন্ত্রাস, মাদক, জুয়া, ইফটিজিং ও জঙ্গীবাদের বিরুদ্ধে মত বিনিময় সভা মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন। এসময় বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিয়ষক সম্পাদক শ ম জাহাঙ্গির। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসহাক সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পালেরহাট পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ কাফি, প্যানেল চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম সরদার, ইউপি সদস্য সাইদুর রহমান, ফরহাদ সরদার, মিজান শেখ, ইউপি সদস্য মিহির পাল প্রমূখ।
অপরদিকে ঘাটভোগ ইউনিয়নে সোমবার বিকালে বিট পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, অধ্যক্ষ আল মামুন সরকার, এ্যাডঃ সুশিল কুমার পাল, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মোল্লা তাহিদুল ইসলাম, পুটিমারি পুলিশ ক্যাম্পের ইনচার্জ নকিব ইকবালের পরিচালনায় বক্তৃতা করেন নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মাধুরী সরকার, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপ্না রানী পাল, প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, সহাদেব বৈরাগী, এস আই আঃ হালিম, লিটন গাজী, এ এস আই আলম মোল্লা, ইউপি সদস্য মনিরুল ইসলাম ফকির, মোঃ শফিকুল ইসলাম, দিবাংসু মালাকার মনি, সাবেক ইউপি সদস্য সুব্রত বাগচি, যুবলীগ নেতা সরদার আবুল কালাম আজাদ. কৃষকলীগের ইউনিয়ন সভাপতি মোঃ আজিজুল মোল্লা, ফিরোজা বেগম, লাভলী বেগম, সুনিতি রায় লস্কর প্রমূখ।