পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
163

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার সহ ৩ নার্সের বিরুদ্ধে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পৌরসভার সরল গ্রামের মৃত সাজ্জাত সরদারের ছেলে মোঃ আবু দাউদ সরদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্ত্রী ফাতেমা বেগম মাতৃ স্বাস্থ্য গর্ভবতী ভাউচার কার্ড হলেও তার কোন সুযোগ সুবিধা তিনি পাননি। ১৬ জানুয়ারি তার গর্ভবতী স্ত্রীকে ডেলিভারী করার জন্য হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার ও নার্সরা তার প্রতি অবহেলা করে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদারকে অবহেলা সহ বিভিন্ন বিষয় জানালে তিনিও রোগীর লোকদের সাথে অসদাচরণ করেন বলে দাউদ জানান। নবজাতক শিশুকে অপারেশনের মাধ্যমে ভুমিষ্ট করা হলেও তার প্রতি চরম অবহেলা করায় শিশুটি চরম অসুস্থ হয়ে পড়ে। ১৮ জানুয়ারি শিশুটিকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শিশুটি মারা যায়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার জানান, এ ব্যাপারে আমার কাছে কেউ আসেনি। আর কোন ডাক্তার ও নার্সরা রোগীদের সাথে এ ধরণের আচরণ করে না বা করেনি।