রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবি বিএনপি নেতা বকুলের

0
402

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এক বিবৃতিতে বলেছেন, পবিত্র মাহে রমযান শুরু হলেও রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা মজুরী বেতন এখনও পরিশোধ করা হয়নি। গত ১৫ এপ্রিল ঢাকায় শ্রম অধিদপ্তরে ত্রিপক্ষীয় বৈঠকে ৫ দফা দাবি মেনে নেয়ার এক চুক্তি হয়। চুক্তি মোতাবেক ২৫ এপ্রিলের মধ্যে ১০ সপ্তাহের বকেয়া মজুরী পরিশোধের কথা ছিল। কিন্তু বিজিএমসি কর্তৃপক্ষ সে চুক্তি বাস্তবায়ন করেনি। বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় শ্রমিকরা আজ রাজপথে জনগণের আনুকুল্যে ইফতারি করার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকরা দুর্বিসহ মানবেতর জীবন-যাপন করছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এতো উন্নয়নের কথা বলা হয় কিন্তু পবিত্র রমজান মাসে অভূক্ত শ্রমিকরা মাঠে কেন? তিনি অবিলম্বে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরীসহ সকল পাওনাদি পরিশোধ করার জোর দাবি জানান।