বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে সূর্য গ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

0
250

খবর বিজ্ঞপ্তি: বিজ্ঞান আন্দোলন মঞ্চ খুলনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার শহীদ হাদিস পার্কে বলয় সূর্য গ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজিত হয়। সংগঠনের খুলনা জেলা সভাপতি নবজ্যোতি সরকারের সভাপতিত্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্প উদ্বোধন করেন প্রকৌশলী আব্দুল করিম ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব সরোজিৎ রায় পল্লব। উপস্থিত ছিলেনÑখুলনা ফিল্ম সোসাইটির সংগঠক সাহেদ শুভ, লেখক রোমেল রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী দৌলতপুর থানা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মোহন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের খুলনা জেলা কমিটির উপদেষ্টা জনার্দন দত্ত নাণ্টু, সনজিৎ মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক সাঈদ মারদান শেখ, দপ্তর সম্পাদক শামীম রেজা, সহ-দপ্তর সম্পাদক অর্ঘ্য মণ্ডল, সহ-অর্থ সম্পাদক শেখ ইফাজুল মনিম আপন, সহ-প্রচার সম্পাদক নূসরাত জাহান রিসা, সহ-প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম, পাঠাগার সম্পাদক অমিত মজুমদার, সদস্য সাফোয়ান আহসান রাফিন প্রমূখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। সান ফিল্টারের মাধ্যমে সূর্য গ্রহণ পর্যবেক্ষণের পাশাপাশি তারা সাধারণ জ্ঞান ও সূর্য গ্রহণের মডেল তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবারের এই সূর্য গ্রহণকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ‘রিং অব ফায়ার’। প্রায় ১৭২ বছর পর আমাদের দেশ থেকে এই বলয় সূর্য গ্রহণ দেখা গেছে। আমাদের দেশ থেকে পরবর্তী সূর্য গ্রহণ দেখা যাবে আরও ১০৫ বছর পর। এ উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজনে সহযোগিতার জন্য আয়োজকরা সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।