রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

0
176

টাইমস ডেস্ক:
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির নিয়মিত মাদক কার্যক্রমের অংশ হিসেবে গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে আট হাজার ৩৬৮ পিস ইয়াবা, ৩৩৫ গ্রাম হেরোইন, তিন কেজি ৬২ গ্রাম গাঁজা, ৩১০ বোতল ফেনসিডিল, তিন বোতল বিদেশি মদ ও ৯৬ ক্যান বিয়ার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: রাজধানীর গাবতলীতে ৯৪০ বোতল ফেনসিডিলসহ মো. রুবেল প্রামানিক (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস দল দারুস সালাম থানাধীন বড়বাগস্থ ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানের ভেতরে অভিনব কৌশলে বহনকৃত ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেপ্তার রুবেল দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে অভিনব কৌশলে কাভার্ডভ্যানের মাধ্যমে বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।