ময়মনসিংহে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

0
200

টাইমস ডেস্ক:
ময়মনসিংহের রেজিয়া ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ছেলের মৃত্যুর বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার বেগম বলেন, ১ অক্টোবর আমার সাত বছরের শিশু সাজ্জাদের অ্যাপেন্ডিসাইটিস ব্যথা উঠলে নগরীর চরপাড়ার ব্রাহ্মপল্লী এলাকার রেজিয়া ক্লিনিকের মালিক হাসানুজ্জামান তার ক্লিনিকে ভর্তি হওয়ার কথা বলেন। ভর্তি হওয়ার পর রাতেই অপারেশন করতে হবে বলেন ক্লিনিক মালিক হাসানুজ্জামান ও তার স্ত্রী পরিচালক সাবিনা ইয়াসমিন। এরপর অপারেশন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন চিকিৎসক বর্মণ। শিশুটিকে অজ্ঞানের ইনজেকশন দেন চিকিৎসক টিকে সাহা এবং প্রীতি রঞ্জন রায়। অপারেশন শেষে তিন চিকিৎসক চলে গেলে ছেলের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এর কিছুক্ষণ পরে ছেলেটি মারা যায়। তখন ক্লিনিকের লোকজনের সহযোগিতা চাইলে কেউ আমাকে সহযোগিতা করেনি। এমন অবস্থায় পরেরদিন ভোরে ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের ক্লিনিক থেকে বের করে দেয়। এরপর ছেলেকে কোলে করে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর বিষয় নিয়ে প্রতিবাদ করলে মামলাসহ বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। আনোয়ার বেগম বলেন, দুই ছেলে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে আমার সংসার চলে। অপারেশনের টাকা ঋণ করে দিয়েছিলাম। ছেলে মারা গেলেও ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করেনি। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন, মৃত ছেলের লাশ কাটা-ছেঁড়া করতে হবে। পারলে তাড়াতাড়ি দাফন করে দেন। সংবাদ সম্মেলনে আনোয়ার বেগমের স্বজনরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।