যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ বিশেষজ্ঞদের

0
134

টাইমস ডেস্ক বিদেশ : ডেল্টার প্রভাবে চীনে বাড়ছে করোনার সংক্রমণ। জানুয়ারির পর ২৪ ঘন্টায় দেশটিতে সর্বোচ্চ ১৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনার সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা। দেশটিতে একদিনে সংক্রমণ ধরা পড়েছে ১ লাখের বেশি মানুষের মধ্যে। ভয়াবহ পরিস্থিতি এড়াতে নাগরিকদের টিকা নেয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। সামরিক বাহিনীর সদস্যদের জন্য টিকা বাধ্যতামূলক করতে প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন। মার্চের পর সর্বনিম্ন করোনা শনাক্ত হয়েছে ভারতে। ২৪ ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ২শ চার জন। কমেছে মৃত্যুর সংখ্যাও। আর ভ্যাকসিন পাসপোর্ট ও শিশুদের উপর করোনা টিকা প্রয়োগের বিরুদ্ধে আন্দোলন করছেন ব্রিটেনের নাগরিকরা। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।