মোড়েলগঞ্জে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষনের উদ্ধোধন

0
342

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে নারীর ক্ষমতায়নে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন(পিডিবিএফ)এর উদ্যোগে অফিসার্স ক্লাবে ২দিন ব্যাপী এ প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন মো. গোলাম আজম উপ পরিচালক (পিডিবিএফ) পিরোজপুর অঞ্চল। বিশেষ অতিথি রফিকুল ইসলাম, মো. ফারুক হোসেন সিনিয়র এ্যসিসট্রেন্ড ডায়রেক্টর(পিডিবিএফ) ।
স্বাগত বক্তব্য রাখেন মৃলেশ কান্তি মজুমদার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা। ২দিন ব্যাপী এ প্রশিক্ষনে ২৫ জন নারী সদস্য অংশ গ্রহন করছেন। উদ্ধোধনকালে নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, নারী ক্ষমতায়নের বৃদ্ধি’র লক্ষে নারী শিক্ষা নিশ্চিত করা, আত্ম নির্ভরশীল হয়ে স্বাবলম্বী হওয়া। এ প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষন নিয়ে প্রতিটি নারী সমাজের নেতৃত্বের বিকাশ ঘটাবে।